শহরকে ঘিরেই বর্তমানে সভ্যতা আবর্তিত হচ্ছে। মানুষ দিন দিন শহরকেন্দ্রিক হয়ে পড়ছে। গ্রামে অনেকে দু’দিনের জন্য ঘুরতে পছন্দ করলেও অধিক সুযোগ-সুবিধার কারণেই শহরেই বসবাস করতে চায়। তবে দেশের গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকার সৌন্দর্যের পাশাপাশি মুগ্ধতা ছড়ায় ছোট ছোট শহরগুলো। ছবির মতো সুন্দর এই দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ১০ টি ছোট্ট শহর নিয়ে এই আয়োজন-
১. রাজশাহী: পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে রাজশাহীর সুনাম দেশজুড়ে। এই শহর ‘সিল্ক’ নামেও পরিচিত। এটি দেশের সবচেয়ে কম দূষিত শহর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, রাজশাহী শহরে বায়ু দূষণ ৬৭.২% কম।
২. সিলেট: সুরমা নদীর তীরে সিলেট শহরের অবস্থান। দেশের সুন্দর শহরের তালিকায় এর অবস্থান দ্বিতীয়। এখানকার পাহাড়, নদী, হ্রদ, চা বাগান, বৃষ্টিপাত এবং জলপ্রপাতের সৌন্দর্য পর্যটকদের বেশ আকর্ষণ করে।
৩. ঠাকুরগাঁও: প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নদীর জন্য ঠাকুরগাঁও বেশ বিখ্যাত। ব্রিটিশ আমলে এক ঠাকুর পরিবারের প্রচেষ্টায় বর্তমান পৌরসভার কাছাকাছি একটি থানা প্রতিষ্ঠিত হয়। এই পরিবারের নাম অনুসারে এই থানার নাম হয় ঠাকুরগাঁও। ১৮ শতকের তৈরি অনেক মন্দির দেখতে পাওয়া যায় ঠাকুরগাঁওয়ে।
৪. পাহাড়পুর: নওগাঁ জেলার ছোট্ট একটি শহর পাহাড়পুর। বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। এটি যেন শহরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
৫. কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার সুন্দর একটি শহর কমলগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত,মাদবপুর লেক,নয়নাভিরাম চা বাগানের জন্য প্রকৃতি প্রেমীদের জন্য চমৎকার এক জায়গা। ছোট্ট এই শহরের অবস্থান পঞ্চম।
৬. বাগেরহাট ঢাকা বা শ্রীমঙ্গলের মতো বিখ্যাত নয়, তবে দেশের দক্ষিণ-পশ্চিমে এই শান্তিপূর্ণ শহরটি ঐতিহাসিক আকর্ষণ উপভোগ করতে পারবেন। ১৫ শতকের সুফি সাধক খান জাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ দেখতে পাবেন এখানে। খান জাহান আলীর স্মৃতি বিজড়িত বাগেরহাটের অবস্থান ষষ্ঠ
৭. মেহেরপুর: এই তালিকায় মেহেরপুরের অবস্থান সপ্তম। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী ও দেশের সবচেয়ে ছোট একটি জেলা এটি। মেহেরপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) গ্রামে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
৮. সোনারগাঁও: ঈশা খাঁর রাজধানী ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ-এর দরগাসহ নানারকম স্থাপনা দেখতে পাবেন সোনারগাঁও-এ। সোনারগাঁও-র অবস্থান এই তালিকায় আটে
৯. কক্সবাজার: কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের নির্মল হাওয়া প্রাণ জুড়িয়ে দিবে আপনার। হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত এই পর্যটন শহরের নামকরণ করা হয়। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের অবস্থান নবম।
১০. ময়মনসিংহ: বাংলাদেশের বেশ পুরনো একটি জেলা, এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ময়মনসিংহের রয়েছে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য যা সহজেই পর্যকটদের নজর কাড়ে।
Leave a Reply