করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাস বেতন পায়নি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মচারীরা। সেটি পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৬ কোটি টাকার অনুদান হিসেবে বরাদ্দ করা হয়েছে।
গতকাল রোববার তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের সরকারি আদেশ (জিও) হয়েছে। আর তিন-চার দিনের মধ্যেই ২৬১ কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে।
জানা যায়, লোকসানের মুখে থাকা এই প্রতিষ্ঠানটির জন্য প্রতি বছরই কিছু টাকা বরাদ্দ করে থাকে অর্থ মন্ত্রণালয়। যা ‘অনুদান’ হিসেবে উল্লেখ রাখা হয়। এবারও বিল, বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে ২১ কোটি টাকার আবেদন করা হয়েছিল। জরুরিভিত্তিতে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন বলেন, ‘২১ কোটি টাকা অনুদান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে ২৩ মার্চ আবেদন করেছিলাম। সেটির বিপরীতে ৬ কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। এটি গতকাল মন্ত্রণালয় থেকে জিও পেয়েছি। তিন-চার দিনের মধ্যেই টাকা তুলে কর্মীদের দুই মাসের বেতন পরিশোধ করা হবে।’
জানা গেছে, বিএফডিসিতে প্রতিমাসে বেতন বাবদ ১ কোটি টাকা খরচ হয়। ৬ কোটি টাকার মধ্যে দুই মাসের বেতন বাবদ ২ কোটি ও ঈদ বোনাসে ৬০ লাখ টাকা খরচ হবে। এরপরও কিছু টাকা থাকবে, যা দিয়ে কয়েক মাসের বেতন দেওয়া যাবে।
Leave a Reply