মুসলিম ফুটবল সুপারস্টার ও ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা খেলোয়াড় মেসুত ওজিল ২০২০ সালের পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় অঙ্কের সহযোগিতা করেছেন। তিনি তুরস্কের রেড ক্রিসেন্ট এজেন্সিকে ৭ লাখ ১৩ হাজার তুর্কি লিরা অনুদান করেন যা বাংলাদেশী টাকার মূল্যে প্রায় ৮৬ লাখ টাকা। যা দিয়ে এই রমজানে সিরিয়া, তুরস্ক ও সোমালিয়ার গরীব ও অসহায়দের ইফতার সামগ্রী বিরতণ করা হবে।
আনাদুলো এসেন্সি জানায়, মেসুত ওজিলের এই অর্থ দিয়ে ১৬ হাজার মানুষকে এই রমজানে ইফতার করানো হবে। যাদের বেশিভাগই সিরিয়া ও সোমালিয়ার বাসিন্দা। এদের মধ্যে তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারের মাঝে ইফতার সহয়তা দেয়া হবে। আর ৯০ হাজার প্যাকেট ইফতার সামগ্রী সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পাঠানো হবে।
Leave a Reply