রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দেয়া হবে। শুধু তাই নয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বোনাসও না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে তৃতীয়-চতুর্থ শ্রেণির সকল কর্মচারী তাদের শতভাগ বেতন পাবেন। এছাড়া যেসব চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে ২৪ ঘণ্টা কাজ করছেন তারাও পুরো বেতন পাবেন।
অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া করা হয়।
শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের বেতন কম দেয়া এবং ঈদ বোনাস না দেয়ার কারণ হিসেবে করোনা ভাইরাসের মহামারীর কারণে সৃষ্ট আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস মহামারি চলাকালে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল গভীর সংকটের সম্মুখীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সংগঠনের সদস্যভুক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব বোনাস প্রদান করা হবে না
Leave a Reply