ঢাকা, ৯ মে ২০২০: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হুসাইন “কোভিড-১৯ আপডেট” নামে একটি অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে সারা পৃথিবী একটি কঠিন দুর্যোগময় সময় অতিবাহিত করছে বিশেষ করে বাংলাদেশের অবস্থা ও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিকই অসচেতন। তাদেরকে সচেতন করার পাশাপাশি সকলকে কোভিড-১৯ সঠিক তথ্য সরবরাহ করার উদ্দেশ্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
উক্ত অ্যাপের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই অ্যাপের সাহায্য কোভিড-১৯ কি, কোভিড-১৯ এর লক্ষণ, সরাসরিভাবে করোনা ভাইরাস পরীক্ষা এবং কোভিড-১৯ থেকে দূরে থাকতে কোন বিষয়গুলো মানা দরকার সে সম্পর্কে ধারণা লাভ করা যাবে। তিনি অারো বলেন, বাংলাদেশে সহ পৃথিবীর অন্যান্য দেশে কোভিড-১৯ বিস্তার সম্পর্কে জানা যাবে, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি জেলায় “কোভিড-১৯ এ অাক্রান্তের সংখ্যা পাওয়া যাবে। তাছাড়াও কোভিড-১৯ সংক্রান্ত সচেতনতামূলক আর্টিকেল এবং ভিডিও এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। কেউ ইচ্ছা করলে এই অ্যাপের সাহায্য স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবে এবং জেলা ভিত্তিক সকল স্বেচ্ছাসেবকের তালিকা পাবেন।
তিনি বলেন, এই অ্যাপটি তৈরি করতে বিশেষভাবে সহায়তা করেছেন “এক্সেপশনাল আইটি সলুশন”।ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদির উক্ত অ্যাপ সম্পর্কে বলেন, আমি মনে করি এই অ্যাপটি বর্তমান করোনা ভাইরাসের সঠিক তথ্য জানতে সকলকে বিশেষভাবে সহায়তা করবে আশা করছি।অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
Leave a Reply